পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩ | e passport কতদিন পর পাওয়া যায়

ই পাসপোর্ট কতদিনে পাওয়া যায় ২০২৩ : কি পাসপোর্ট কি? ই পাসপোর্ট চেক করার নিয়ম গুলো সম্পর্কে আমরা এই বিষয়ে আর্টিকেল আগেই প্রকাশ করেছি। 

তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। ই পাসপোর্ট আবেদন করার পর কত দিনের হাতে পাওয়া যায়। 

আপনারা বর্তমান সময়ে ই পাসপোর্ট দুই ধরনের মেয়াদীতে করতে পারবেন। যেমন পাঁচ বছর মেয়াদেই পাসপোর্ট এবং দশ বছর মেয়াদেই পাসপোর্ট।

পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩ | e passport কতদিন পর পাওয়া যায়

তো পাসপোর্ট যে মেয়াদের হোক না কেন সেটি কতদিন পরে পাওয়া যায় সে বিষয়ে অবশ্যই সকলের জানা প্রয়োজন। 

তাই আপনি যদি পাসপোর্ট কতদিনে পাওয়া যায় সে বিষয়ে তথ্য পেতে চান তবে নিম্নোক্ত আলোচনা গুলো মনোযোগ দিয়ে পড়ুন। 

আপনারা যারা এড্রেস থেকে অন্য দেশে যান তারা এই পাসপোর্ট এর গুরুত্ব সম্পর্কে জানেন। 

কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশও কিন্তু ই পাসপোর্ট সার্ভিস চালু হয়েছে। 

তো আপনার চাইলে নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। 

কিন্তু আমরা যারা নতুন ব্যক্তি হিসেবে পাসপোর্ট এর জন্য আবেদন করি তাদের মনে সব সময় প্রশ্ন হয় যে ই পাসপোর্ট কতদিনে পাওয়া যায়। 

ই পাসপোর্ট কতদিনে পাবেন সে বিষয়টি নিয়ে আজকে অবশ্যই আমরা আলোচনা করব কিন্তু তার আগে আপনাকে ধারণ দেব যে আপনার ই পাসপোর্ট হয়েছে কিনা সেটি কিভাবে জানবেন। 

মানে আপনি যদি পাসপোর্ট এর জন্য আবেদন করেন এবং আপনার আবেদন করার পরে সেই পাসপোর্ট এর কাজ কতটুকু উন্নতি হয়েছে সে বিষয়।

আপনার পাসপোর্ট এর কাজ সম্পন্ন হয়েছে কিনা সে সম্পর্কে আপনি যাবতীয় তথ্যগুলো নিজের ঘরে বসেই অনলাইনে দেখতে পারবেন। 

কিন্তু এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে ই পাসপোর্ট এর অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট চেক করতে হবে। 

তো আপনি যদি ই পাসপোর্ট চেক করার নিয়ম জানতে চান তাহলে নিচে দেওয়া পদক্ষেপ অনুসরণ করুন। 

ই পাসপোর্ট চেক করার নিয়ম

সর্বপ্রথম আপনাকে ই পাসপোর্ট এর ওয়েবসাইটে যেতে হবে তো আপনি চাইলে গুগল থেকে ই পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। 

এছাড়া আপনারা www.epassport.gov.bd এই লিংকে সরাসরি প্রবেশ করতে পারবেন পাসপোর্ট চেক করার জন্য। 

তো আপনি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন আপনাকে পুনরায় লগইন করতে হবে। আর লগইন হয়ে গেলে আপনি চেক স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পারবেন। 

সে অপশনে ক্লিক করে, আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি এবং জন্মতারিখ ব্যবহার করে পাসপোর্ট চেক করতে পারবেন। 

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩ ?

আপনি যদি সঠিকভাবে জানতে আগ্রই থাকেন যে এ পাসপোর্ট কতদিনে পাওয়া যায় তবে, আপনাকে এক কথায় উত্তর দেওয়া সম্ভব হবে না। 

এর কারণ আপনি যখন ই পাসপোর্ট করতে যাবেন তখন আপনি বিভিন্ন মেয়াদী এবং বিভিন্ন পৃষ্ঠার পাসপোর্ট গুলো দেখতে পারবেন। 

তো আলাদা আলাদা মেয়াদী এবং বিভিন্ন পৃষ্ঠার পাসপোর্টগুলো মূলত আলাদা সময়ে পাওয়া যায়। 

তাই এ বিষয়টি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে পাসপোর্ট কতদিনে পাওয়া যায়। 

e passport কতদিন পর পাওয়া যায় 

আমরা আগেই বলেছি ই পাসপোর্ট ৫ বছর এবং ১০ বছর মেয়াদী হিসেবে করা যায় এবং বিভিন্ন পৃষ্ঠা ক্যাটাগরিতে। 

তো সেই অনুযায়ী আমরা এখন আপনাকে পাসপোর্ট এর মেয়াদ এবং পৃষ্ঠা সম্পর্কে জানিয়ে দেবো যে আপনি পাসপোর্ট কতদিনে পাবেন। 

৪৮ এবং ৬৪ পাতার ই পাসপোর্ট

যখন আপনি ৪৮ ও ৬৪ পাতার এ পাসপোর্ট করবেন। তখন আপনি বিভিন্ন মেয়াদেই পাসপোর্ট দেখতে পারবেন। 

যেমন আপনি চাইলে পাঁচ বছর মেয়াদে পাসপোর্ট করতে পারবেন। আবার আপনি চাইলে দশ বছর মেয়াদী পাসপোর্ট করতে পারবেন। 

তবে আপনার এই মেয়াদ অনুযায়ী ও ই পাসপোর্ট এর ধরন অনুযায়ী নির্ভর করবে আপনি ই পাসপোর্ট কতদিনে পাবেন। 

৫ বছর মেয়াদী পাসপোর্ট (৪৮ পাতা)
  • ৫ বছর মেয়াদে ৪৮ পাতার এ পাসপোর্ট করবেন। সে সময় আপনি ২০ দিনের মধ্যে এই পাসপোর্ট হাতে পাবেন। এই পাঁচ বছর মেয়াদে ৪৮ পাতার ই পাসপোর্ট করার জন্য আপনার খরচ হতে পারে চার হাজার পঁচিশ টাকা। 
  • আবার আপনি যদি ৪৮ পাতার পাঁচ বছর মেয়াদেই পাসপোর্ট এর মধ্যে পেতে চান। তবে আপনার খরচ হবে 6325 টাকা। 
  • আবার আপনি যদি ৪৮ পাতার পাঁচ বছর মেয়াদে ই পাসপোর্ট ৩ দিনের মধ্যে পেতে চান তাহলে আপনার খরচ হবে 8650 টাকা। 
১০ বছর মেয়াদী পাসপোর্ট (৪৮ পাতা)
  • আপনি যদি ৪৮ পাতার 10 বছর মেয়াদেই পাসপোর্ট করেন তখন আপনি সেটে ২০ দিনের মধ্যে পেতে চাইলে আপনার খরচ হবে পাঁচ হাজার সাতশ পঞ্চাশ টাকা। 
  • আবার দশ বছর মেয়াদে ৪৮ পাতা পাসপোর্ট 7 দিনের মধ্যে পেতে চাইলে আপনার খরচ হবে 8050 টাকা। 
  • আবার আপনি যখন ৪৮ পাতার 10 বছর মেয়াদে এই পাসপোর্ট করবেন সেটে তিন দিনের মধ্যে হাতে পেতে চাইলে আপনার খরচ হবে 10350 টাকা। 
৫ বছর মেয়াদী ৬৪ পাতার পাসপোর্ট
  • আপনি যদি ৫ বছর মেয়াদে ৬৪ পাতার পাসপোর্ট ২০ দিনে হাতে পেতে চান তাহলে আপনার খরচ হবে 6325 টাকা। 
  • আবার আপনি যদি পাঁচ বছর মেয়াদী চৌষট্টি পাতার পাসপোর্ট এর মধ্যে পেতে চান তাহলে আপনার খরচ হবে 8625 টাকা। 
  • আবার আপনি যদি পাঁচ বছর মেয়াদে ৬৪ পাতার পাসপোর্ট তিন দিনের মধ্যে পেতে চান তাহলে আপনার খরচ হবে 12075 টাকা।
১০ বছর মেয়াদী ৬৪ পাতার পাসপোর্ট
  • আপনি যদি ১০ বছর মেয়াদে ৬৪ পাতার পাসপোর্ট ২০ দিনের মধ্যে হাতে পেতে চান তাহলে আপনার খরচ হবে 8050 টাকা। 
  • আবার আপনি যখন ৬৪ পাতার 10 বছর মেয়াদে ই পাসপোর্ট করবেন তখন সেটি সাত দিনের মধ্যে হাতে পেতে চাইলে আপনার খরচ হবে 10350 টাকা। 
  • এছাড়া আপনি যখন ৬৪ পাতার 10 বছর মেয়াদী পাসপোর্ট করবেন তখন আপনি সেটে তিনদিনের মধ্যে হাতে পেতে চাইলে আপনার খরচ হবে ১৩৮০০ টাকা। 
এখন উপরোক্ত আলোচনা অনুসরণ করে আপনারা হয়তো বুঝতেই পারছেন ই পাসপোর্ট কত দিনে পাওয়া যাবে। 

আর পাঁচ বছর এবং ১০ বছর মেয়াদে ৪৮পাতা এবং ৬৪ পাতা ৩ দিন থেকে শুরু করে ২০ দিনের মধ্যে হাতে পেতে চাইলে কত টাকা খরচ হবে। সে বিষয়ে জানানো হলো। 

শেষ কথাঃ

আপনি যদি এই পাসপোর্ট আবেদন করে থাকেন তাহলে সেটি দ্রুত পেতে চাইলে আপনার বেশি টাকা খরচ করতে হবে।

আর আপনি যত বেশি টাকা খরচ করতে পারবেন তত দ্রুত ই পাসপোর্ট হাতে পাবেন। 

তো আমাদের আর্টিকেলটি ছিল পাসপোর্ট কতদিনে পাওয়া যায় ২০২৩ এটি এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। 

এছাড়া, আপনি যদি ই পাসপোর্ট সংক্রান্ত নতুন নতুন আপডেট তথ্য পেতে চান তবে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ। 
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন