অনলাইন জব কিভাবে করব ? অনলাইন জব ওয়ার্ক ফ্রম হোম

অনলাইন জব কিভাবে করব, অনলাইন জব work from home : আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানবেন। 

আমরা অনলাইন জব কিভাবে করব, এবং অনলাইন জব ফ্রম হোম এর জন্য, কোথায় সুযোগ রয়েছে।

টেকনোলজির ব্যাপক প্রসারের দরুন এই সময়ে 9 টা থেকে 5 টা পর্যন্ত চাকরির ধারণাটা অনেকেটা ফিকে হয়ে এসেছে।

অনলাইন জব কিভাবে করব ? অনলাইন জব ওয়ার্ক ফ্রম হোম

বরং এখন চলছে অনলাইন জামানা। যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বাড়িতে বসে পেয়ে যাবেন হাজার হাজার চাকরির অপশন।

তাই ঘরে বসে অনলাইনে কাজ করে টাকা আয় এর বিষয়টি আজকের সময়ে খুব একটা কঠিন কাজ না বললে, আমি ভুলবো না।

বিশেষত করণা মহামারীর সময় থাকে অনলাইন শিক্ষা প্রসারের সুযোগ বৃদ্ধির পাশাপাশি অনলাইন চাকরির ক্ষেত্রেও ঘটেছে আমূল পরিবর্তন।

অনেক মানুষ অফিসে গিয়ে কাজ করার পরিবর্তে অনলাইনে বাড়িতে বসে পার্ট টাইম বা ফ্রিল্যান্সিং কাজ করতে পছন্দ করে।

এক্ষেত্রে অনলাইন জব করে টাকা আয় করা কতটা সত্যি আমি আগে আপনাদের জানিয়ে দিয়েছি। 

কিন্তু এই মানুষগুলোর মত যদি আপনারা অনলাইন জব করার ইচ্ছা পোষণ করেন অথচ কিভাবে অনলাইন জব পাবেন।

 সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকে তবে আমাদের এই পোস্ট আপনাকে এমন সব অনলাইন জব ওয়েবসাইট এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে সন্ধান দিয়ে দিবে। 

যেখান থেকে আপনি 100 পার্সেন্ট সুরক্ষিতভাবে জব খুঁজে নিতে পারবেন।

আর সময় নষ্ট না করে আমরা জেনে নেই যে, অনলাইনে জব কিভাবে করা যাবে।

অনলাইন জব কিভাবে করব : (ওয়ার্ক ফ্রম হোম)

প্রায় প্রতিটি অনলাইন প্লাটফর্ম এর ক্ষেত্রে, নিজেকে রেজিস্টার করার পদ্ধতিটি অনেকটাই এ রকমের। 

এখানে আপনাকে নিজের ইমেইল ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে একটি প্রফেশনাল জব প্রোফাইল তৈরি করতে হয়।

সে প্রোফাইল এর মাধ্যমে আপনার সাধারন ব্যক্তিগত ও পেশাগত তথ্যগুলো যুক্ত করে আপনি যে, ধরনের পেশায় কাজ করতে চান সে ব্যাপারে প্রোফাইলে আপডেট দিতে হয়।

তারপর আপনাকে ওয়েবসাইটগুলোতে নিজের জীবন বৃত্তান্ত আপলোড করে, নিয়োগকারী দের আকৃষ্ট করতে হয়।

এছাড়া আপনি কোম্পানিদের দেওয়া জব পোস্টিং গুলোতে সরাসরি আবেদনের সাথে চ্যাট করেও, জবের জন্য আবেদন করতে পারবেন।

এরকমভাবে আপনি এইধরনের অনলাইন প্লাটফর্ম গুলো থেকে অনলাইন জব পেয়ে যাবেন। 

এর মধ্যে বেশকিছু অনলাইন জব পোস্টিং প্ল্যাটফর্ম আপনাকে বিনামূল্যে বা নির্দিষ্ট কিছু সাবস্ক্রিপশন ফি মাধ্যমে প্রোফাইল খুলতে দেবে।


অনলাইন জব এর জন্য বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং এবং কন্টাক চুয়াল করতে বেশি পছন্দ করেন।

ফ্রিল্যান্সিং সাইট যেখানে অনলাইন কাজ পাওয়া যাবে। যে কারণে অনলাইন জব পাওয়া সুযোগটা এখন অনেক বেশি থাকে।

বর্তমান সময়ে ইন্টারনেট দুনিয়াতে অসংখ্য জবসাইট ফ্রিল্যান্সিং প্লাটফর্ম এবং নেটওয়ার্কিং স্পেস আছে।

কিন্তু সকল ক্ষেত্রে যে এ প্লাটফর্ম থেকে আপনি নিরাপদ এবং সুরক্ষিত অনলাইন জব পাবেন তা কিন্তু সঠিক নয় অনলাইন দুনিয়াতে ঠকবাজের ও কিন্তু অভাব নাই।

তাই আমরা এখানে আপনাকে এমন কয়েকটি সুরক্ষিত এবং বিশ্বাসযোগ্য অনলাইন জব প্লাটফর্মের কথা বলেছি, যেখান থেকে প্রতারণার সম্ভাবনা অনেক কম।

যেমন-
  • Upwork
  • Freelancer
  • Toptal
  • SimplyHired
  • Indeed
  • Guru
  • LinkedIn
  • Fiverr
  • 99designs
  • PeoplePerHour
  • Behance
আপনি যদি অনলাইন জব খুঁজে থাকেন এবং চিন্তা করে থাকেন। অনলাইন জব কিভাবে পাবো তাহলে আপনারা উপরে যে তালিকা দেখতে পারছেন। 

এগুলো হচ্ছে ফ্রীলান্সিং প্লাটফর্ম যেখানে আপনি অনলাইন জব work-from-home করতে পারবেন। 

আপনারা এই প্লাটফর্ম ব্যবহার করে নিজের অভিজ্ঞতা দিয়ে অনলাইনে জব পেয়ে যাবেন। 

এবং বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দিয়ে আপনারা নগদ টাকা ইনকাম করতে পারবেন।

শেষ কথাঃ

আজ আমাদের এই পোস্টে আপনাকে জানিয়ে দিলাম অনলাইন জব কিভাবে করবেন। এবং অনলাইন জব ফ্রম হোম এর জন্য জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম সম্পর্কে।

আপনি যদি নিজের ঘরে বসে অনলাইন জব করে টাকা ইনকাম করতে চান তাহলে উপরের উল্লেখিত প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।

আমাদের আর্টিকেলটি আপনার কাছে যদি পছন্দ হয়। তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। 

আর এই আর্টিকেলটি আপনার বন্ধুদের জানাতে এবং অনলাইনে ইনকাম করার জন্য উৎসাহিত করতে। একটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন